ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড এর ৩০ বছর ফূর্তি উপলক্ষে ড্যাফোডিল টাওয়ার, চট্টগ্রামে সপ্তাহব্যাপি কম্পিউটার মেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলো

চট্টগ্রাম: ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড এর ৩০ বছর ফূর্তি উপলক্ষে ড্যাফোডিল টাওয়ার, চট্টগ্রামে সপ্তাহব্যাপি কম্পিউটার মেলার উদ্বোধনী

অনুষ্ঠান সম্পন্ন হলো। ফিতা কাটার মাধ্যমে মেলার উদ্বোধন করেন ড্যাফোডিল ফ্যামেলির সম্মানিত সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অারো উপস্থিত ছিলেন

এডমিশন এসি,সিইও জনাব মামুন রফিক, হেডঅব অপারেশন জনাব শাহ নেওয়াজ মজুমদার,অাব্দুর রব এজিএম ড্যাফোডিল কম্পিউটাসর্ লিমিটেড, জাফর অাহাম্মদ ডিজিএম ড্যাফোডিল কম্পিউটাসর্ লিমিটেড, ফারুক ইসলাম অধ্যক্ষ ডিআইআইটি চট্টগ্রাম, শাহাদাত হোসেন সিনিয়র ডেভেলপমেন্ট ম্যানেজার ডিআইআইটি চট্টগ্রাম সহ প্রমুখ।
