ডুমুরিয়া উপজেলায় হালনাগাদ নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম
জাহাঙ্গীর আলম (মুকুল) খুলনা জেলা প্রতিনিধি: ৭ই ডিসেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে ডুমুরিয়া উপজেলায় হালনাগাদ নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম। উপজেলার ১৪ ইউনিয়নে নতুন ভোটার হিসেবে মোট ১২ হাজার ৭’শ ৬৫জন পাবেন এ স্মার্ট কার্ড। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ২০১৯ সালের নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকালে ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। আজ ও আগামী কাল দুইদিন ব্যাপি এ ইউনিয়নের ৬২৭ জন’কে এ কার্ড দেওয়া হবে। এরপর ৯ ও ১০ ডিসেম্বর শরাফপুরে এখানে ভোটার সংখ্যা হল ৭১৬জন। তারপর ১৩ ও ১৪ ডিসেম্বর গুটুদিয়ায় এখানে ভোটার ১০৯৮জন। ১৫ ও ১৭ ডিসেম্বর আটলিয়ায় এখানে ভোটার ১২৯৮জন। ২০ ও ২১ তারিখে মাগুরাঘোনায় এখানে ভোটার ১১৫৭জন। ২২ তারিখে মাগুরখালী এখানকার ভোটার ৫১৯জন। ২৩ ও ২৪ তারিখে শোভনায় ভোটার ৮২৯জন। ২৭ ও ২৮ তারিখে ডুমুরিয়া সদরে ভোটার ১১১৮জন। ২৯ ও ৩০ তারিখে খর্ণিয়ায় ভোটার ৯০৪জন। ৩১ ডিসেম্বর ও ২রা জানুয়ারি সাহস ভোটার ৯০৮জন। ৩ ও ৪ তারিখে রুদাঘরায় ভোটার ১০৯৫জন। ৫ ও ৬ তারিখে ধামালিয়ায় ভোটার ৭৯৯জন। ৭ ও ৯ তারিখে রঘুনাথপুরে ভোটার ১১০১জন। ১০ জানুয়ারি রংপুরে ভোটার ৫৯৬জন। ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান জানান, ২০১৯ সালের জরিপে ডুমুরিয়া উপজেলায় মোট ১২,৭৬৫জন নতুন ভোটার হিসেবে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) হাতে পেয়েছি। আজ সোমবার থেকে স্ব স্ব ইউনিয়ন পরিষদ ভবনে এ কার্ড বিতরণ করা হবে।