ডুমুরিয়ায় মরহুম আলহাজ্ব গাজী আব্দুল হাদী’র স্বরণে ১৬ দলীয় নক আউট টুর্নামেন্টের ৭ম ম্যাচ উদ্বোধন
জাহাঙ্গীর আলম (মুকুল),খুলনা জেলা প্রতিনিধি: খুলনা ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব গাজী আব্দুল হাদী’র স্বরণে নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৭ম ম্যাচের শুভ উদ্ধোধন। বুধবার(৬জানুয়ারি-২০২১) বিকাল সাড়ে চারটায় ঐতিহ্যব্যাহি নুরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল প্রেমী সামছুর রহমান মহলদার এর মৃত্যুতে তার আত্তার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন শেষে।নরনিয়া মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মান্নান বিশ্বাস এর সভাপতিত্তে প্রধান অথিতি উপস্হিত থেকে আজকের খেলার শুভ উদ্বোধন করেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সন্মানিত সভাপতি মাহামুদুল কালাম মিতু,বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মতিউর রহমকন গোলদার, প্রভাষক আঃ রাজ্জাক আঠারো মাইল কলেজ, আশুতোষ দাষ ডুমুরিয়া উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা। এ সময়ে আরও উপস্হিত ছিলেন ফরহাদ হোসেন বাবু, আলী আজগর অনন্ত, কবির হাসান ডাবলু,কিংকর মজুমদার সরোয়ার হোসেন,সাঈদ দফাদার সহ প্রমুখ। উক্ত খেলায় হাজারো দর্শকদের মাঝে গৌরিঘোনা সোহেল স্বৃতি ফুটবল একাদশ কেশবপুর বনাম খানপুর তুহিন স্পোর্টিং ক্লাব তালা এর মধ্যকার খেলায় (৫-১) গোলে তালা খানপুর তুহিন স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে গৌরিঘোনা সোহেল স্বৃতি ফুটবল একাদশ কেশবপুর। উক্ত খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয় গৌরিঘোনা সোহেল স্বৃতি ফুটবল একাদশের শিমুল। ম্যান অবদ্যা ম্যাচ শিমুলকে লিরা পাইপের সৌজন্যে পুরষ্কার বিতরণ করা হয়। খেলাটি পরিচালনা করেন স ম নাজমুল বারী সহযোগি পরিচালনায় ছিলেন গাজী বিল্লাল হোসেন, ও শামীম হোসেন। উক্ত টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক মফিজুর রহমান মফিজ, সমগ্র খেলাটির ধারাভাষ্য বর্ণনা করেন মাস্টার রফিকুল ইসলাম ও মাহির উদ্দীন মাহী। টুর্নামেন্ট শেষে অথিতিরা পুরুস্কার বিতরণ করেন।