ডক্টর মাহমুদ হাসানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): প্রয়াত রাজনীতিবিদ, চট্টগ্রাম উত্তর জেলা ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, সাবেক জেলা পরিষদ সদস্য, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ডক্টর মাহমুদ হাসানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭সালের ১লা এপ্রিল ইন্তেকাল করেছিলেন তিনি। জীবদ্দশায় ছিলেন একজন সমাজসেনক, ছিলেন শিক্ষানুরাগী। ৭১এর স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ১৯৫৫ সালে ফটিকছড়ি উপজেলার নানুপুরে জন্মগ্রহণ করেন তিনি। মূলতঃ ১৯৭৩ সালে নাজিরহাট কলেজে অধ্যায়নরত থাকাকালীন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়েই উনার রাজনীতির হাতেখড়ি। বেঁচে থাকাকালীন রাজনীতির পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক ও সেবামূলক কাজের সাথেও জড়িত ছিলেন। নিজ উপজেলা ফটিকছড়ির বহু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনি।