জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা ১৪ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শেখ শহিদুল আলম এর সঞ্চালনায়

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সি.সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, পৌরসভা আ.লীগের যুগ্ম সম্পাদক নুরুল গনি শাহ, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মন্নান রানা, সা.সম্পাদক উসমান গণি, জাহাঙ্গির আলম, আবু তৈয়ব, সেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, সম্পাদক সাইদুল আলম, বেলাল মো. সাইফুদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ, সম্পাদক আরিফুল হাসান রুবেল, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক গিয়াস উদ্দিন সুমন, মো সেলিম, আবুল কাশেম, পারভেজ, আবু সিদ্দিক, সরোয়ার আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, জাতির পিতাসহ স্বপরিবারে হত্যাকারিদের এদেশের জনগণ কোনদিন ক্ষমা করবেনা। তারা জাতির পিতাকে হত্যা করে এদেশকে পঙ্গু করার অপচেষ্টা করেছিলো যা কখনো সফল হতে দেয়া হবেনা।