জাগরণ অর্গানাইজেশনের উদ্যোগে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ।
চট্টগ্রাম প্রতিনিধি: সামাজিক সংগঠন জাগরণ অর্গানাইজেশন এর উদ্যোগে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর বিভিন্ন অবহেলিত স্থানগুলো ঘুরে ঘুরে তারা এই উপহার সামগ্রীগুলো পৌছে দিচ্ছেন। রাতে ১০টার পর এবং দুপুর ২টার পর এই দুই শিফটে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচি জুড়ে যারা সম্পৃক্ত ছিলেন তারা হলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃআফফান উদ্দিন,মহাসচিব হোসাইনুল আলম শান্ত,যুগ্ম মহাসচিব এনামুল হক,সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সায়েদ,দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মাহিদ শরণ,চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ইমতিয়াজ ফারুক ফাহিম,সহ-সভাপতি তাহসিন ইয়াসির,সাধারণ সম্পাদক ফাহাদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক রাইয়ান আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক সাবেকুন রিতু,সাংগঠনিক সম্পাদক ফারহান ভুঁইয়া,সহ-অর্থ বিষয়ক সম্পাদক হান্নান হামিদ নাজিদ,কার্যনির্বাহী সদস্যবৃন্দ ফয়সাল,সিয়াম,জাবেদ,ফাহিম,আশহাব,ইমাজ,সাইমন, সানজিদা,জাবের প্রমুখ।