

নিউজ ডেস্ক: শেখ হাসিনার যোগ্য ও দৃঢ় নেতৃত্বে দেশের আর্থ-সামাজিক অগ্রগতি সাধিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। ১৯বার ঘাতকদের মৃত্যুকূপ থেকে ফিরে এসে মৃত্যুঞ্জয়ী হয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও সেই অঙ্গীকার ও দৃঢ়তা নিয়েই দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর ও জেলার উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন।
জননেত্রী শেখ হাসিনা পরিষদ, চট্টগ্রাম মহানগর ও বৃহত্তর চট্টগ্রাম জেলার উদ্যোগে বেলা ৫টায় চট্টগ্রাম প্রেস কাবে এস.রহমান হলে অনুষ্ঠিত জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী চট্টগ্রাম মহানগর সভাপতি মো: হাবিব উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহানগর সহ-সভাপতি এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেত্রী শেখ হাসিনা মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি এড. কামরুন নাহার বেগম, জেলা কমিটির সভাপতি এডভোকেট সামশুদ্দীন আহমদ সিদ্দিকী টিপু, মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ হান্নান, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, মহানগরের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লেফটন্যান্ট (অব.) ইলিয়াছ কামরু। এতে বক্তব্য রাখেন সালমা বেগম, এড. প্রদীপ দত্ত, নজরুল ইসলাম, এড. সফিউল আলম ছিদ্দিকী, আরফাতুল মান্নান ঝিনুক, ইশমত পাশা চৌধুরী ইনু, এড. পারভিন আক্তার নিপা, এম.এ মোনায়েম, খুলশী থানার সহ সভাপতি পলাশ চৌধুরী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সোহেল, মো: শাকিল, কোতোয়ালী থানার সভাপতি শৈবাল দাশ, সাধারণ সম্পাদক কাজী আহমদ ইনকিয়াদ, ডবলমুরিং থানার সভাপতি আওরঙ্গজেব বাবুল, কানিজ আক্তার, পংকজ নাথ, মো: হায়াত উল্লাহ, শামশুদ্দিন হেলাল, কে.এইচ.এম তারেক, প্রকাশ ঘোষ পিকলু, শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল, রেজাউল করিম বাবু, লায়ন আবু ছালেহ, সজল দাশ, জয় উদ্দীন জয়, মনির হোসেন, আঁখি মাহফুজ, সিদরাতুল এনি, মাঈদুল ইসলাম, আব্দুল জব্বার প্রমুখ।
প্রধান অতিথি আ.জ.ম নাছির আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যত না প্রধানমন্ত্রী হিসেবে, তার চেয়েও বেশি জাতির কাছে একজন মা হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন। উন্নয়নের বিভিন্ন শাখায় অসাধারণ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন- ‘যা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একজন গর্ভবতী মা তার গর্ভাবস্থার প্রথম দিন থেকে সন্তান প্রসব করা পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও দিকনির্দেশনা দেয়া হয়। পৃথিবীর কোন দেশে এরকম অবকাঠামো নাই। সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিরুদ্ধে শেখ হাসিনার দৃঢ় অবস্থানকে আমি শ্রদ্ধা করি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাননীয় প্রধান অতিথি আ.জ.ম. নাছির উদ্দিনকে করোনাকালীন বিশেষ অবদানের জন্য মহানগর কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্মদিনের কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর দীর্ঘায়ূ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।