ছাত্রলীগ নেতা মেহেদী হাসান তানভীরের উদ্যোগে দিন ব্যাপি জীবাণু নাশক স্পে ছিটানো হয়।
সজীব আনোয়ার ইভানঃ বিশ্ব ব্যাপী মহামারী করোনার সংক্রমণ থেকে নিজ গ্রামকে রক্ষা করতে।

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামে,ভালুকিয়া ক্রিড়া সংঘের পরিচালক ও মিরসরাই উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান তানভীরের উদ্যোগে ভালুকিয়া গ্রামে দিন ব্যাপী জীবাণু নাশক স্পে ছিটানো হয়। এসময় ক্লাব পরিচালক মেহেদী হাসান বলেন আমার মহল্লা জীবানু মুক্ত থাকলে সুস্থ থাকবে আমার সমাজ,সুস্থ থাকবে আমার গ্রামের মানুষ গুলো। তাই আমি আমার ক্লাবের কিছু সদস্যদের সাথে নিয়ে দিন ব্যাপী জীবাণু নাশক স্পে ছিটানোর উদ্যোগ নিই। এসময় আমাকে সহযোগীতা করেন ক্লাবের সদস্যঃআনোয়ার,টিপু,আজমির,আসিফ,সোহাগ,নয়ন,সাহাবউদ্দিন,রুবেল,রাব্বি সহ মহল্লার অন্যান্য সাধারণ মানুষ। পর্যায়েক্রমে ত্রান সামগ্রী সহ বিভিন্ন সামাজিক কাজে সাধারণ মানুষের পাশে থাকবেন বলে আশা ব্যাক্ত করেন এই ছাত্রলীগ নেতা।
