

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর জেলা প্রতিনিধি): ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দ্বারাজদ্দিন মোল্লার ডাঙ্গী মৌলভীর চর গ্রামের ৩ বছরের শিশু আফজালের চোখে কয়েকদিন আগে ঘাস কাটার কাচির আঘাত লাগে। এতে তার একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
ঘটনার পর কিশোর আলো যুব সংগঠনের সদস্যরা গিয়ে আফজালের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সংগঠনের পক্ষ থেকে ৫,০০০ টাকা সহায়তা প্রদান করেন। সংগঠনটি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি চ্যানেল ২১নিউজের স্থানীয় সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজুর নজরে আসে। পরে তিনি সংবাদটি প্রকাশ করেন।
সংবাদটি প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের দৃষ্টি আকর্ষণ হয়। তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজুকে ডেকে শিশুটির বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাব নম্বর সংগ্রহের নির্দেশ দেন। আজ ইউএনও নিজে উপস্থিত থেকে আফজালের বাবার হাতে ২৫,০০০ টাকার একটি চেক তুলে দেন।
এদিন কিশোর আলো যুব সংগঠনের সভাপতি নাইফ আদনান ও সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজু বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছুটোছুটি করেন।
মানবিক এ উদ্যোগ সম্পর্কে ইউএনও মনিরা খাতুন বলেন—
“এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি বিষয়টি দেখে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছি। এলাকার বিত্তবানদেরও উচিত এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
স্থানীয় মানুষ ইউএনওর এই উদ্যোগের প্রশংসা করেছেন। সুশীল সমাজও আনন্দ প্রকাশ করেছেন।
আফজালের বাবা আব্দুল কাদের আবেগঘন কণ্ঠে বলেন—
“আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। এত বড় সাহায্য পাবো ভাবিনি। ইউএনও মহোদয়সহ যাঁরা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”