চ্যানেল ২১ এ সংবাদ প্রকাশের পর শিশু আফজালের জীবনে আলো

Share the post
সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর জেলা প্রতিনিধি): ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দ্বারাজদ্দিন মোল্লার ডাঙ্গী মৌলভীর চর গ্রামের ৩ বছরের শিশু আফজালের চোখে কয়েকদিন আগে ঘাস কাটার কাচির আঘাত লাগে। এতে তার একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
ঘটনার পর কিশোর আলো যুব সংগঠনের সদস্যরা গিয়ে আফজালের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সংগঠনের পক্ষ থেকে ৫,০০০ টাকা সহায়তা প্রদান করেন। সংগঠনটি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি চ্যানেল ২১নিউজের স্থানীয় সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজুর নজরে আসে। পরে তিনি সংবাদটি  প্রকাশ করেন।
সংবাদটি প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের দৃষ্টি আকর্ষণ হয়। তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজুকে ডেকে শিশুটির বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাব নম্বর সংগ্রহের নির্দেশ দেন। আজ ইউএনও নিজে উপস্থিত থেকে আফজালের বাবার হাতে ২৫,০০০ টাকার একটি চেক তুলে দেন।
এদিন কিশোর আলো যুব সংগঠনের সভাপতি নাইফ আদনান ও সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজু বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছুটোছুটি করেন।
মানবিক এ উদ্যোগ সম্পর্কে ইউএনও মনিরা খাতুন বলেন—
“এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি বিষয়টি দেখে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছি। এলাকার বিত্তবানদেরও উচিত এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
স্থানীয় মানুষ ইউএনওর এই উদ্যোগের প্রশংসা করেছেন। সুশীল সমাজও আনন্দ প্রকাশ করেছেন।
আফজালের বাবা আব্দুল কাদের আবেগঘন কণ্ঠে বলেন—
“আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। এত বড় সাহায্য পাবো ভাবিনি। ইউএনও মহোদয়সহ যাঁরা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বারহাট্টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

Share the post

Share the postসোহেল খান দুর্জয,নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে । দিবসটির এবারের প্রতিপাদ্য “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”। দিনটি প্রথম পালিত হয় ২০০০ সালে। তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে […]

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: সারাদেশের ন্যায় ভোলাতেও নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি […]