চিকিৎসাহীন কেউ মরবে না রামুতে:ইউএনও প্রণয় চাকমা
কক্সবাজার(প্রতিনিধি): সারা বাংলাদেশে যেখানে খবর কাগজ খুললে দেখায় করোনা রোগি চিকিৎসার অভাবে প্রাণ যায়,আরো কত ধরনের অভিযোগ আমরা দেখতে পাই সেখানে রামু উপজেলা ইউএনও ভিন্নধরনের সাহসী পদক্ষেপ গ্রহন করছেন বলে জানা যায় আজ সকালে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে নয় রামু উপজেলার মানুষের মন জয় করে নিয়েছেন প্রজাতন্ত্রের অভিভাবক হিসাবে। দিনরাত নিজের জীবনের ঝুঁকি নিয়ে উপজেলার সাধারন মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। কোনো না কোনো ভাবে একেরপর এক মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা। এতে করে, রামুর অলিতে গলি থেকে শুরু করে, রামু উপজেলা জুড়ে সাধারণ মানুষের কাছে মূখে মূখে মন্তব্য হচ্ছে, ‘ওনি কি মানুষ! নাকি মহা মানব! এভাবে একের পর এক রামু বাসীর দুঃসময়ে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছে। সাধারন জনগনের মতে সারা বাংলাদেশে অন্য কোনো উপজেলায় একজন প্রণয় চাকমার সন্ধান পাইনি বলছেন রামুবাসী। আজ ১০ জুন বুুধবার সকালে রামু উপজেলা হাসপাতালের আইসোশোলনে থাকা করোনা রোগীদের জীবন বাচাঁনোর চেষ্টায় এবার অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন, রামু নির্বাহী অফিসার প্রণয় চাকমা। সকালে এটি তিনি নিজেই উপস্থিত থেকে রামু হাসপাতালের পরিচালক কর্মকর্তা ডাঃ নোবেল বড়ুয়ার কাছে হস্থান্তর করেন। এর আগেও তিনি ওখানে করোনা রোগীর জন্য, জেনারেটরসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস উপহার দেন। এসময় তিনি তিনি বলেন, রামুর উপজেলার ১১ ইউনিয়নের মানুষ অনন্ত তিনি বেচেঁ থাকতে চিকিৎসার অভাবে মরতে দিবেনা। এখানে করোনা রোগীর জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালু করেছেন বলে জানান ইউএনও প্রণয় চাকমা।