চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share the post

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ (হারুন)। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তার শারীরিক সুস্থতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আল্লাহর দরবারে তার সুস্থতা কামনা করছি এবং দেশবাসীর দোয়া চাইছি।”

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের পথপ্রদর্শক। তার নেতৃত্বে আমরা জনগণের অধিকার পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ। রমজান সংযমের মাস, এ মাসে আমরা আল্লাহর রহমত চাই যেন দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।”

অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফজলে আজিম মিম বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। তাই সবাই তার জন্য দোয়া করবেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারওয়ার জাহান, সাবেক সহ-সভাপতি ফজলে আজিম মিমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশ ও জাতির মঙ্গল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

প্রধান অতিথি হারুনুর রশিদ রমজান মাসের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে ত্যাগ, সংযম ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।” তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি সংযম, ধৈর্য ও ঐক্য বজায় রেখে নিজেদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের এ আয়োজন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি ছিল এক মানবিক প্রয়াস, যেখানে সবাই একত্রিত হয়ে তাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া করেছেন। মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা একসঙ্গে ইফতার করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁদাবাজির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে দুই ঘন্টা সড়ক অবরোধ

Share the post

Share the post চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির অভিযোগ বাস চলাচলে দ্বন্দ্ব হয়েছে। এতে প্রায় দুই ঘন্টা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে সদর উপজেলার সামনে অবরোধ করে রাখে বাস ও ট্রাক শ্রমিকরা। দূরপাল্লার বাস থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ তুলে ঢাকা কোচ মাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ডাকে এ অবরোধ পালন করে তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়। […]

শতকরা ৯০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য দাঁড়িয়ে আছে: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত:  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। যে যতোই ষড়যন্ত্র করুক না কেন, যতই চক্রান্ত করুক, শতকরা ৯০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য দাঁড়িয়ে আছে। কোন চক্রান্ত ষড়যন্ত্র কাজে আসবে না। আমরা […]