চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ (হারুন)। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তার শারীরিক সুস্থতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আল্লাহর দরবারে তার সুস্থতা কামনা করছি এবং দেশবাসীর দোয়া চাইছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারওয়ার জাহান, সাবেক সহ-সভাপতি ফজলে আজিম মিমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশ ও জাতির মঙ্গল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।
প্রধান অতিথি হারুনুর রশিদ রমজান মাসের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে ত্যাগ, সংযম ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।” তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি সংযম, ধৈর্য ও ঐক্য বজায় রেখে নিজেদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের এ আয়োজন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি ছিল এক মানবিক প্রয়াস, যেখানে সবাই একত্রিত হয়ে তাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া করেছেন। মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা একসঙ্গে ইফতার করেন।