চন্দনাইশে পরোয়ানাভূক্ত আসামী সহ মোট ০৬ জন আসামী গ্রেফতার মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম।
চট্টগ্রাম সংবাদ: চন্দনাইশে ০৪ টি জিআর পরোয়ানাভূক্ত আসামী এবং ০২ টি সিআর পরোয়ানাভূক্ত আসামী সহ মোট ০৬ জন আসামী গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ। ০৪ ফেব্রুয়ারি রাত ৮ ঘটিকা হতে ০৫ ফেব্রুয়ারি সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত সময়ে চন্দনাইশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাছির উদ্দিন (৪৮) পিতা– নজির আহামদ ২। জাহাঙ্গীর আলম (৪৫) মোঃ জামাল (৫০) উভয় পিতা–মৃত বানু হোসেন ,পারভিন আক্তার প্রঃ পাখি আক্তার (৪০),স্বামী-নাছির,সর্বসাং কানাইমাদারী এবং ০২ টি সিআর পরোয়ানাভূক্ত আসামী আবদুল মোনাফ,পিতা–মৃত আবুল ফজল,সাং মধ্যম হাশিমপুর,সাজ্জাদ হোসেন (২২) পিতা–আবদুল গফুর,সাং–মধ্যম হাশিমপুর,সর্ব থানা চন্দনাইশ,জেলা–চট্টগ্রাম আসামি দের গ্রেফতার করেছে পরবর্তী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে