চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে ৪৫টি হাসপাতালের সরকারি চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় এবং আয়ার জন্য দুই হাজার (২০০০) পিপিই প্রদান করেন এস-আলম গ্রুপ।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও এস-আলম গ্রুপ– চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে ৪৫টি হাসপাতালের সরকারি চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় এবং আয়ার জন্য দুই হাজার (২০০০) পিপিই প্রদান করেন এস-আলম গ্রুপ।

আজ দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অফিসে মাননীয় মেয়র: জনাব আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন মহোদয়ের নিকট পিপিই গুলো হস্থান্তর করেন এস-আলম গ্রুপের মাননীয় চেয়ারম্যান: জনাব আলহাজ্ব সাইফুল আলম মাসুদ সাহেবের পি. এস জনাব আলহাজ্ব আকিজ উদ্দীন চৌধুরী মহোদয়। জনাব আকিজ উদ্দীন চৌধুরী মাননীয় মেয়র মহোদয়ের উদ্দ্যেশে বলেন মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এস আলম গ্রুপ সার্বিক সহযোগিতা অব্যহত রাখবেন।
