চট্টগ্রাম থেকে চীন ফেরত দুই ছাত্রের লালার নমুনা ঢাকায় প্রেরণ

Share the post

চট্টগ্রাম: করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চীন থেকে আসা দুই শিক্ষার্থীকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তির পর তাদের লালার নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওই দুই শিক্ষার্থীদের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়, অন্যজনের রাউজানে। গত শুক্রবার দেশে ফেরার পর বুধবার (২৯ জানুয়ারি) রাতে হাসপাতালে ভর্তি হন তারা।

চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, দুই শিক্ষার্থী (হাসপাতালে) ভর্তি হয়েছেন। তাদের মাথা ব্যথা ও সর্দি ছিল। তাদের থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তারা এখনও চিকিৎসাধীন।

হাসপাতালের পরিচালক ডা. এম হাসান জানান, তাদের শরীর থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

তিনি বলেন, “ওই দুই ছাত্রের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত দেখা যায়নি। তবুও (নিশ্চিত হওয়ার জন্য) তাদের বিভিন্ন নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই দুই ছাত্রের মধ্যে একজনের গায়ে জ্বর জ্বর ভাব আর অন্যজনের সর্দি ছিল বলে তারা নিজেরাই এসে হাসপাতালে ভর্তি হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]