চট্টগ্রামে ৭৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার পাঁচ মামলার আসামি

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ ইয়াবাসহ অন্তত পাঁচটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লোকমানকে (৩৪) গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তার লোকমান গাজীপুরের কাপাসিয়া থানার পাবুর আকন্দ বাড়ীর আবদুল খালেকের ছেলে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে গাজীপুর নিয়ে যাচ্ছিল লোকমান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা।
তিনি বলেন, লোকমানের বিরুদ্ধে ২০১৬ সালের ১৪ আগস্ট টেকনাফ থানায় মাদক আইনে মামলা হয়েছিল। তার বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গাজীপুরের কাপাসিয়া থানায় আরো অন্তত চারটি মামলা রয়েছে।