চট্টগ্রামে স্টেডিয়াম ও টেক্সটাইল কলেজে হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার
চট্টগ্রাম প্রতিনিধি: নগরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও আমিন জুট মিল সংলগ্ন টেক্সটাইল কলেজ ভবনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
২২ এপ্রিল থেকে বিদেশ ফেরতদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখতে এই দুটি কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হচ্ছে।
সেন্টার দুটি চালু করার জন্য বিদ্যুৎ বিভাগ, পরিচ্ছন্ন বিভাগসহ চসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সেবা সহায়তা চেয়েছে সেনাবাহিনী।
এই উপলক্ষে আজ সোমবার চসিক দপ্তরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সেনাবাহিনীর ২৪ কোর ডিভিশনের লে. কর্ণেল শাহজাহান ও মেজর মো. সালাউদ্দিন সাক্ষাত করেন।
সাক্ষাতে তারা মেয়রের কাছে কোয়ারেন্টাইন চালুকরণে মেয়রের কাছে চসিকের বিদ্যুত বিভাগ ও পরিচ্ছন্ন বিভাগসহ প্রয়োজনীয় সেবা সহায়তার আবেদন উপস্থাপন করেন।
সেনাবাহিনীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার চালুর বিষয়ে চসিকের পক্ষ থেকে মেয়র আ জ ম নাছির সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলে চসিকের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।