চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ১০০ শয্যার করোনা আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু ।

Share the post


মহসিন আরফাত, চট্টগ্রাম নগর প্রতিনিধি: আজ শনিবার (২৭ জুন) চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে বাকলিয়া কালামিয়া বাজারস্থ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে মুক্তি আইসোলেশন সেন্টারটি উদ্বোধন করা হয়। মানুষ চিকিৎসা পাচ্ছে বলেই করোনা সংক্রামিত মানুষের সংখ্যা লক্ষাধিক পার হলেও মৃত্যুর হার কম। যুক্তরাষ্ট্রে লক্ষাধিকের উপরে মানুষ মারা গেছে। এতেই প্রমাণিত হয়, দেশে এখনো করোনা নিয়ন্ত্রণে আছে।

এটা প্রমাণ করে আমরা সচেতন আছি, অন্যান্য দেশ থেকে আমরা সামাজিকভাবে এগিয়ে আছি।’ মুক্তি আইসোলেশন সেন্টার’ নামে এ করোনা আইসোলেশন সেন্টারটি উদ্বোধনকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এই কথাগুলো বলেন। এতে কোভিড, নন-কোভিড দুই ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। স্থাপন করা হয়। শিক্ষা উপমন্ত্রী রেজাউল করিম চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘তিনি রাষ্ট্রীয় কোন দায়িত্বে না থেকেও এই মহোতী কাজে এগিয়ে এসে অনেক বড় মেন পরিচয় দিয়েছেন। তার কাছে আবেদন থাকবে, তিনি নির্বাচিত হলে যেন চট্টগ্রামে একটি বিশেষায়িত হাসপাতাল করেন।’ নওফেল আরও বলেন, ‘সারাদেশের মধ্যে এবিএম মহিউদ্দিন চৌধুরীর হাত ধরেই চট্টগ্রাম সিটি

করপোরেশনই প্রথম স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছিলেন। ওয়ার্ডে ওয়ার্ডে আরবান হেলথ কেয়ার সেন্টার করেছেন তিনি। রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হলে অনুরোধ করব, তিনি যেন সেই ধারা অব্যাহত রাখেন।’ এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তির উদ্যোক্তা ও মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হারুন উর রশিদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, শহিদুল আলম শহিদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহিলা কাউন্সিলর প্রার্থী রুমকি সেন গুপ্তা, সাবিনা আক্তার রুজি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক ইলিয়াস উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ। ১০০ শয্যার এই আইসোলেশন সেন্টারের ৭০ শয্যা পুরোপুরি প্রস্তুত হয়েছে। ৮ জন ডাক্তার, ১৬ জন নার্স, ৮ জন ওয়ার্ড বয়, ২ জন আয়া ও ৪ জন সিকিউরিটি গার্ড নিয়ে রোগীদের সেবায় প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এ বিষয়ে মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম ট্রিভিউনকে বলেন, চট্টগ্রামের যেকোনো এলাকার রোগীদের এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। এতে কোভিড রোগীদের জন্য অক্সিজেন সেবাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকবে। অন্যদিকে নন-কোভিড রোগীদের জন্য আলাদা একটা হেল্প ডেস্ক থাকবে। যেখানে নন-কোভিড রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]