চট্টগ্রামে পড়ুয়া সন্ধীপের শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন সন্ধীপ আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি
মাহামুদুল হাসান জিহাদ: সন্দ্বীপের অনেক ছাত্র চট্টগ্রাম শহরে মেসে থাকে। তাদের প্রত্যেকের জীবন অনেক কঠিন। সবাই বাড়ি থেকে টাকা পাই না।তাদের প্রত্যেকে ধনী না।টিউশন করে মেস ভাড়া,খাবার বিল সবকিছু করতে হয়। করোনা ভাইরাসের কারনে সবকিছু বন্ধ।মেসে যারা থাকে তাদের অনেক সংগ্রাম করে টিকে থাকতে হয়।কখনো খেয়ে কখনো বা না খেয়ে।টিউশনের টাকা তাদের কাছে সব।কেউ কেউ আবার টিউশনের টাকা থেকে পরিবারের জন্য টাকা দিতে হয়।আজ তাদের সবকিছু বন্ধ।যাতায়াত ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে বাড়িতেও আসতে পারছে না। ফলে খুব অসহায়ভাবে জীবন-যাপন করছে শহরের মেসে। এমতাবস্থায় তাদের পাশে দাঁড়ালেন সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্রের সম্মানিত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জ্বনাব,সাহেদ সারোয়র সামীম।