চট্টগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৫
চট্টগ্রামে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সংগঠনটির কেন্দ্রীয় ৩ নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, ছাত্রদলের কমিটি বিষয়ে বৈঠকে বসে সংগঠনটির নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে মারামারি হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ছাত্রদলের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুটি ককটেল।