চট্টগ্রামের হালিশহর এলাকার ছোটপোলে ভয়াবহ অগ্নিকাণ্ড
চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় হালিশহর ছোটপোল এলাকায় গতকাল রাতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছোটপোল ইসলামিয়া ব্রিকফিল নামক এই এলাকায় গতকাল রাত দুইটায় হঠাৎ এই অগ্নিকাণ্ড শুরু হয়। হঠাৎ করে এই অগ্নিকাণ্ড শুরু হওয়ায় মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। অগ্নিকাণ্ড শুরু হওয়ার প্রায় দেড় থেকে দুই ঘন্টা পরে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় এই অগ্নিকাণ্ডে প্রায় ৮০ থেকে ১০০ টি বস্তিরঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।