চট্টগ্রাম জেনারেল হাসপাতালের অধক্ষ্য ডাঃ অসীম কুমার নাথের কাছে পিপিই প্রদান করে ফর্টিস গ্রুপের উদ্যোগে

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি : ফর্টিস গ্রুপের সৌজন্যে “জাতীয় বীরদের পাশে আমরা” শীর্ষক কর্মসূচির আলোকে চট্টগ্রামের হাসপাতাল গুলোতে পিপিই প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ন‌ওফেল। এসময় পিপিই গ্রহন করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের অধীক্ষক ডাঃ অসীম কুমার নাথ,আরো উপস্থিত ছিলেন মহিউদ্দিন বাচ্চু, ডাঃ আ ম ম মিনহাজুর রহমান, ফর্টিস ফাউন্ডেশনের পরিচালক আবুল হাসনাত মোঃ বেলাল। এই কর্মসূচির আওতায় ১ম ধাপে জেনারেল হাসপাতালে- ৬৭ ফৌজদারহাট BITID- ৩০ মা ও শিশু হাসপাতাল- ৬৫ কিডনী হাসপাতাল- ১৫ মেডিকেল সেন্টার- ১৫ পার্ক ভিউ- ১৫ গাউসিয়া কমিটি- ১০ (লাশ দাফন করার জন্য) চট্টগ্রাম মেডিকেল- ১০০ CEPZ হাসপাতাল- ১০ সর্বমোট- ৩২৭ পিস সহ সর্বমোট ৫০০ পিস লেবেল ৩ পিপিই প্রথম ধাপে বিভিন্ন হাসপাতালে ও ডাক্তারদের কাছে বিতরণ করা হবে। ২য়, ৩য় ও ৪র্থ ধাপে আরো ৫০০ পিস করে সর্বমোট ২০০০ পিস পিপিই চট্টগ্রামে বিতরণ করা হবে। এই পিপিই আন্তর্জাতিক ভাবে WHO এবং ISO মান নিয়ন্ত্রণের মাধ্যমে ঢাকার ফর্টিস গ্রুপ প্রস্তুত করে তাদের সহযোগী প্রতিষ্ঠান ফর্টিস ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম সহ জেলা শহরের বিভিন্ন হাসপাতালে বিচরণ করছে। ইতিমধ্যে ফর্টিস গ্রুপ ঢাকায় করোনা চিকিৎসায় বাংলাদেশ সরকার কে সহযোগীতার লক্ষ্যে ৬০ বেডের একটি আইসোলেশন হাসপাতাল গড়ে তুলেছে নিজস্ব অর্থায়নে।

ফর্টিস গ্রুপের সৌজন্যে “জাতীয় বীরদের পাশে আমরা” শীর্ষক কর্মসূচির আলোকে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সুপারেনটেনডেন্ট ডা: অসীম কুমার নাথের হাতে PPE প্রদান করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ন‌ওফেল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ পিপিই প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির আওতায় ১ম ধাপে জেনারেল হাসপাতালে- ৬৭, ফৌজদারহাট BITID- ৩০, মা ও শিশু হাসপাতাল- ৬৫, কিডনী হাসপাতাল- ১৫, মেডিকেল সেন্টার- ১৫, পার্ক ভিউ- ১৫, গাউসিয়া কমিটি- ১০ (লাশ দাফন করার জন্য), চট্টগ্রাম মেডিকেল- ১০০, CEPZ হাসপাতাল- ১০ টি সহ সর্বমোট- ৩২৭ পিস সহ সর্বমোট ৫০০ পিস লেবেল ৩ PPE প্রথম ধাপে বিভিন্ন হাসপাতালে ও ডাক্তারদের কাছে বিতরণ করা হবে।

২য়, ৩য় ও ৪র্থ ধাপে আরো ৫০০ পিস করে সর্বমোট ২০০০ পিস PPE চট্টগ্রামে বিতরণ করা হওয়ার কথা রয়েছে।

এই PPE আন্তর্জাতিক ভাবে WHO এবং ISO মান নিয়ন্ত্রণের মাধ্যমে ঢাকার ফর্টিস গ্রুপ প্রস্তুত করে তাদের সহযোগী প্রতিষ্ঠান ফর্টিস ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম সহ জেলা শহরের বিভিন্ন হাসপাতালে বিচরণ করছে।

এছাড়া ফর্টিস গ্রুপ নিজস্ব অর্থায়নে ঢাকায় করোনা চিকিৎসায় বাংলাদেশ সরকার কে সহযোগীতার লক্ষ্যে ৬০ বেডের একটি আইসোলেশন হাসপাতাল গড়ে তুলেছে।

এদিন PPE প্রদান কার্যক্রমের উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন মহিউদ্দিন বাচ্চু, ডাঃ আ ম ম মিনহাজুর রহমান, ফর্টিস ফাউন্ডেশনের পরিচালক আবুল হাসনাত মোঃ বেলাল প্রমুখ।

Image may contain: 3 people, people standing

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]