চট্টগ্রামের মাঝিরঘাটে বস্তিতে আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার রেলওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ওই বস্তির অধিকাংশ কাঁচা বসতঘর পুড়ে গেছে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি জানাতে পারেননি তিনি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ কত তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।