চট্টগ্রামের দুই তরুণ সমাজকর্মী বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দিচ্ছে

Share the post

চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনার এই মহাদূর্যোগে কিছু অসাধু ব্যবসায়ীরা চট্টগ্রামে অক্সিজেনের কৃত্রিম সংকট তৈরী করে আকাশ ছোঁয়া দাম হাকাচ্ছেন। অন্যদিকে চট্টগ্রামের দুই তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী নিজ উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেয়ার ব্যবস্থা নিয়েছেন। এই তরুণ সমাজকর্মী হচ্ছেন সাইদ ও ইকরামুল।

যদি কারও অক্সিজেন সিলিন্ডার রিফিল করার প্রয়োজন হয় তাহলে তাদের অবহিত করতে বলা হয়েছে। তারা শুধু মাত্র Covid-19 এ আক্রান্ত এবং শ্বাসকষ্ট রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার রিফিল করে দেবেন তাঁরা।

দুই তরুণ সমাজকর্মী বলেন, বর্তমানে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না, তার উপর কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে ঔষধের কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে বাজারে। মানুষ করোনা রোগে আক্রান্ত হওয়ার পর মূমুর্ষ অবস্থায় যখন মৃত্যুর সাথে ছটফট করে সেসময় অক্সিজেনের প্রয়োজন খুব জরুরী হয়ে পড়ে। তাই যাতে করে কেউ অন্তত অক্সিজেনের অভাবে মারা না যায়, সেজন্য আমাদের এই উদ্যোগ।

তাঁরা আরও বলেন, শুধু মাত্র কভিড এ আক্রান্ত ও শ্বাসকষ্ট রোগীদের আমরা এই সেবা দিচ্ছি। এ ধরনের রোগী বা রোগীর আত্মীয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিনামূ্ল্যে অক্সিজেন রিফিল করে দেব।

দুই ব্যবসায়ী ও সমাজকর্মীর মহৎ এ উদ্যোগের সাথে যুক্ত হয়েছেন আরও দুজন নিলয় ও ইয়াছিন।

বিনামূল্যে অক্সিজেন রিফিলের জন্য যোগযোগ: ইকরামুল, মোবাইল নম্বর: ০১৭৯৭৫৮৪৫৪৮, সাইদ, মোবাইল নম্বর: ০১৭৭৯৭৮৮৬৭৯, ইয়াসিন- ০১৭১৬২১৮২৩৪, নিলয়- ০১৮২৫২৪৩২৫৪।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]