চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুই জাহাজের সংঘর্ষে নাবিকের মৃত্যু
নিয়ন্ত্রণ রাখতে না পারায় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আব্দুর রশিদ (৫১) নামে এক নাবিক নিহত হয়েছেন।মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ডবলমুরিং ছোটপুল ব্রিকফিল্ড এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি ‘এফবি মাগফেরাত’ নামক জাহাজের হেড অফ সেইলর পদে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, কর্ণফুলী নদীতে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হলে জাহাজের উপর থেকে নিচের তলায় পড়ে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।