চকরিয়া পৌর নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী জয়ী

Share the post

দ্বিতীয় বারের মতো চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরী। তার প্রাপ্ত ভোট ২১৪৬৬। তার নিকতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীকের জিয়াবুল হক পেয়েছেন ১০২১৫ ভোট। নৌকা প্রতিকের প্রার্থী আলমগীর চৌধুরী ১১২৫২ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হককে পরাজিত করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন চকরিয়া উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ সামসুল তাবরীজ। ফলাফল অনুযায়ী ৯টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে নুরুচ্ছফি (আ.লীগ), ২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম হিমু (আ.লীগ), ৩নং ওয়ার্ডে মো হানিফ (আ.লীগ), ৪নং ওয়ার্ডে মো. জাফর আলম কালু (বিএনপি), ৫নং ওয়ার্ডে ফোরকানুল ইসলাম তিতু (আ.লীগ) ৬নং ওয়ার্ডে আবদুস ছালাম (বিএনপি), ৭নং ওয়ার্ডে নুরুল আমিন (আ.লীগ), ৮নং ওয়ার্ডে মুজিবুল হক (আ.লীগ), ৯ নং ওয়ার্ডে বেলাল উদ্দিন (আ.লীগ)। সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১,২,৩ নং ওয়ার্ডে রাশেদা বেগম (বিএনপি), ৪, ৫, ৬নং ওয়ার্ডে ফারহানা ইয়াছমিন ফোরকান (আ.লীগ), ৭, ৮, ৯নং ওয়ার্ডে আঞ্জুমান আরা (আ.লীগ। বিগত পৌরসভার নির্বাচিত ৯ কাউন্সিলরে মধ্যে ৬ জন নতুন মুখ এবং ৩ জন পূনরায় নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত আসনে ২জন পূনরায় এবং ১জন নতুন মুখ নির্বাচিত হয়েছেন। এদিকে সোমবার চকরিয়া পৌরসভার নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নিবার্চন চলাকালীন বেলা ১২টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হয়। এরপর ও স্বতস্পূর্তভাবে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। নির্বাচন চলাকালীন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে র‌্যাব, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য : পৌরসভার ১৮টি কেন্দ্রই ছিল ঝুঁকিপূর্ণ। ভোট গ্রহণের দিন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৬টি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের দুটি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করেছে। এবার জেলায় প্রথমবার ইভিএমের মাধ্যমে চকরিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩ মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নারী ও পুরুষ মিলে মোট ভোটার ছিল ৪৯ হাজার ৭৯৯ জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক..!

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি”কক্সবাজারের টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। পরে নৌকার মালিককে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। ২৩ জুলাই বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন। সিয়াম-উল-হক জানান, গত রোববার […]

টেকনাফের ডাকাতদলের সঙ্গে পুলিশ-কোস্টগার্ডের গোলাগুলি..

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি’: কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শনিবার মধ্যরাতে চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ। তিনি জানান, […]