

ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটের চা বাগান মৌলভী কাটা ৩নং ওয়ার্ড, জুলহাজারা ইউনিয়নে এক বসতঘরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী আরিফ মিয়া চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ আগস্ট রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে আকিব মিয়ার বাড়িতে ১৪-১৫ জন দুর্বৃত্ত প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। এসময় তারা আলমারি ভেঙে নগদ টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের একাধিক মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
অভিযোগে বলা হয়, ডাকাতরা TECNO, Galaxy Black, Redmi 12 Pro, Redmi A12, OPPO A77 মডেলের একাধিক মোবাইল ফোন নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকার বেশি। পাশাপাশি আলমারিতে রাখা প্রায় ৯৮ হাজার টাকা নগদ অর্থ এবং স্বর্ণালংকারসহ মোট প্রায় ৬ লক্ষ ৪২ হাজার টাকার মালামাল লুট হয়।
ভুক্তভোগী আরিফ মিয়া জানান, ডাকাতির ঘটনায় তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা ডাকাতদের দ্রুত গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।