চকরিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ভাংচুরের ঘটনায় নেতৃত্ব দেয়া পুলিশ সদস্যদের ক্লোজ
ইমতিয়াজ মাহমুদ ইমন,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালীর বাসায় হামলা এবং ভাংচুর ঘটনায় নেতৃত্ব দেয়া পুলিশ সদস্যদের চকরিয়া থানা থেকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে। কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম জানিয়েছেন মুক্তিযোদ্ধা আনোয়ার বাঙ্গালীর বাসভবনে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত পুলিশের সাব ইন্সপেক্টর এস আই কামরুল, এস আই তুষ্ট লাল সহ দশ পুলিশ সদস্যকে শাস্তিমূলক ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ জড়িতদের বিচারের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।