ঘাটের দায়িত্ব বুঝিয়ে দিলে স্পীড বোট ভাড়া কমাবেন মিশন।
মোঃ ফায়েল খান (সন্দ্বীপ): কুমিরা টু গুপ্তছড়া ঘাটের স্পীড বোট ভাড়া বৃদ্ধি নিয়ে সাংবাদিক দের সাথে কথা বলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্বনাব মাঈন উদ্দিন মিশন। স্পীড বোটের ভাড়া ২৫০ টাকা বহাল রাখার জন্য তিনি ঘাট ইজারাদার এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যান এর প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি আরো বলেন ঘাট নিয়ে আইনি জটিলতার নিরসনের পর BIWTA যদি আমাকে ঘাটের দায়িত্বে বুঝিয়ে দেয় তাহলে আমি স্পীড বোট ভাড়া ১৫০-২০০ টাকা করবো।