গুগলকে পাত্তাই দিল না হুয়াওয়ে

Share the post

অনলাইন ডেস্কঃ

হুয়াওয়ে মেট সিরিজে মেট ৩০ মডেলের স্মার্টফোনে গুগলের অ্যাপ না থাকার ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

গুগলকে ছাড়া হুয়াওয়ে পথ চলতে পারবে কি না, তা নিয়ে সংশয় দূর হয়েছে।হুয়াওয়ে মেট সিরিজে মেট ৩০ মডেলের স্মার্টফোনে গুগলের অ্যাপ না থাকার ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। চলতি মাসে দেশের বাজারে আসছে হুয়াওয়ের নতুন এই ফোনটি ।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধের ফলে গুগলের সফটওয়্যার ব্যবহার করার সুযোগ পায়নি হুয়াওয়ে। তারা বরাবরই বলে এসেছে, গুগলে অ্যান্ড্রয়েড ওএস তাদের প্রথম পছন্দ। তবে তাদের হাতে বিকল্পও রয়েছে। হুয়াওয়ে মেট সিরিজে অ্যান্ড্রয়েড ১০ ওএসের ভিত্তিতে তৈরি ইএমইউআই ১০ সফটওয়্যারে চলবে। এতে গুগলের সেবার পরিবর্তে হুয়াওয়ের নিজস্ব মোবাইল সেবাগুলো যুক্ত হয়েছে।ওপেন সোর্স প্ল্যাটফর্মের ওপর ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে হুয়াওয়ে তাদের নিজস্ব সেবা তৈরি করেছে। এর ফলে এতে গুগলের প্লে স্টোরের বদলে হুয়াওয়ে অ্যাপ গ্যালারির সুবিধা পাওয়া যাবে। এই ইকোসিস্টেম ব্যবহার করতে হুয়াওয়ে আইডি ব্যবহার করতে হবে। গুগল ড্রাইভ ও গুগল ফটোজের বদলে হুয়াওয়ে তাদের হুয়াওয়ে মোবাইল ক্লাউড সেবা দেবে। এর বাইরে হুয়াওয়ে ভিডিও ও ক্রোমের বদলে হুয়াওয়ে ব্রাউজার ব্যবহারের সুযোগ থাকবে।


গুগলের সেবা ছাড়া হুয়াওয়ে নতুন হ্যান্ডসেট গুগল মোবাইল সার্ভিসেস (জিএমএস) তাতে প্রিইনস্টল করা থাকবে না। এতে গুগলের নিজস্ব অ্যাপ, যেমন: প্লে স্টোর, গুগল ফটোজ, ইউটিউব, গুগল ম্যাপস, গুগল ড্রাইভ ক্লাউড স্টোরেজ, গুগল ডুয়ো ভিডিও কলের মতো সেবা পাওয়া যাবে না।
গুগলের সেবা ছাড়া হুয়াওয়ে নতুন হ্যান্ডসেটের সমস্যার সমাধান ?
গুগলের সেবা ছাড়া হুয়াওয়ে নতুন হ্যান্ডসেট নিয়ে সমস্যার সহজ সমাধান রয়েছে । খুব সহজেই আপনি চাইলে গুগলের সেবা হুয়াওয়ে নতুন হ্যান্ডসেট নিয়ে নিতে পারবেন । গুগলের নিজস্ব অ্যাপ, যেমন: প্লে স্টোর, গুগল ফটোজ, ইউটিউব, গুগল ম্যাপস, গুগল ড্রাইভ ক্লাউড স্টোরেজ, গুগল ডুয়ো প্রিইনস্টল থাকবেনা কিন্তু ডাউনলোড করে ইনস্টল করা যাবে না তা কিন্তু নয় । আপনি চাইলে সহজে গুগল প্লে স্টোর ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন । গুগল প্লে স্টোর ডাউনলোড থাকলে বাকি সব অ্যাপ আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন । এবং অ্যামাজন এর মতো তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরের মাধ্যমেও জনপ্রিয় অ্যাপগুলিতে অ্যাক্সেস নিতে পারবেন ।
কেমন হবে হুয়াওয়ের মেট সিরিজে মেট ৩০ সিরিজের ফোন?
হুয়াওয়ে মেট ৩০ মডেলটিতে ৬ দশমিক ৬৩ ইঞ্চি মাপের ওএলইডি ডুয়াল কার্ভড বা হরিজন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। কিরিন ৯৯০ চিপসেটের ফোনটিতে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকছে। ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। এতে দুটি ৪০ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও থ্রিডি ডেপথ সেন্সর থাকছে। ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেলে সেলফি ক্যামেরা থাকছে। এ ফোনের ক্যামেরায় স্লো মোশন ও ফোরকে মানের ভিডিও ধারণ করা যাবে। এর ব্যাটারি ৪২০০ এমএএইচ। দাম শুরু ৭৯৯ ইউরো থেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুলিয়ায় সাংবাদিকদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

Share the post

Share the postমো: শাকিল শেখ ,সাভার(ঢাকা) : গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যা,সাভারে ৭১টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে হত্যাচেষ্টাসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় […]

মান্দায় শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে আহত করলেন বিএনপি নেতা

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : শত্রুতার জের ধরে নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামের মোছাঃ শরিফা (৪৫) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই গ্রামের মোঃ মেহেদী হাসান টগর (৩৫) বিরুদ্ধে। রবিবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে নশরতুল্যা বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মোছাঃ শরিফা মোঃ রাশেদ খামারুরের স্ত্রী। স্থানীয়রা শরিফাকে উদ্ধার করে মান্দা […]