গাজা ও ফিলিস্তিনের সমর্থনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন ও প্রতিবাদ

Share the post
মিজানুর রহমান ,ইসলামী বিশ্ববিদ্যালয় : কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের গাজায় চলমান নৃশংস হত্যাকাণ্ড, দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন পালিত হয়েছে।
বুধবার (০৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক দোয়া মাহফিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন। তারা নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং অবিলম্বে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “ইসরায়েল যেভাবে নির্বিচারে গণহত্যা করছে, আমরা তাদের জন্য বদদোয়া করব, মনে মনে ঘৃণা করব এবং নফল নামাজ পড়ে দোয়া করব যেন আল্লাহ ফিলিস্তিনিদের রক্ষা করেন এবং ইসরায়েলকে ধ্বংস করে দেন।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “ফিলিস্তিনের গাজা ও রাফায় ইহুদিবাদী ইসরায়েল যে নির্বিচার গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদে মুসলিম এবং অমুসলিম দেশগুলোতে প্রতিবাদ হয়েছে, জেলা, উপজেলা এবং গ্রামেও প্রতিবাদ হয়েছে। যদি আরব বিশ্বের শক্তিশালী নেতারা সক্রিয় হতেন, তাহলে গাজায় এভাবে গণহত্যা হতো না। ওআইসি, আরব লীগসহ সকল আরব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে এসব উগ্রবাদী, ইহুদিবাদী সরকার ধ্বংস করে দেওয়ার অনুরোধ জানান তিনি। আমরা শেষ রক্তবিন্দু অবধি ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাব।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “গাজায় সংগঠিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে সারাবিশ্বে ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয় আয়োজিত সর্বাত্মক শাটডাউন প্রোগ্রামে আসার জন্য সবাইকে স্বাগত জানাই। আমাদের মনের ভাষা এবং মুখের ভাষা আগে থেকেই শুরু হয়েছে। ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ আমাদের ভাষা। গত ৭ অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে, তাতে আমরা নির্বাক ও হতবাক। এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ প্রতিবাদ করছে, কিন্তু কোনো রাষ্ট্রনায়ক প্রতিবাদ করছেন না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আরব বিশ্ব কোনো কথা বলছে না। ইসরায়েল মানবতার শত্রু, তারা মুসলিমদের শত্রু। মুমিনদের কাজ হলো সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়া ও প্রতিবাদ করা। ‘ক্রাশ ডাউন ইসরায়েল’। মানবতার শত্রু ইসরায়েলকে ‘ক্রাশ ডাউন’ করতে হবে। ফিলিস্তিনের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সারাজীবন লড়াই করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”সবশেষে ফিলিস্তিনিদের রক্ষা ও ইসরায়েলের ধ্বংস কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুলিয়ায় সাংবাদিকদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

Share the post

Share the postমো: শাকিল শেখ ,সাভার(ঢাকা) : গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যা,সাভারে ৭১টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে হত্যাচেষ্টাসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় […]

মান্দায় শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে আহত করলেন বিএনপি নেতা

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : শত্রুতার জের ধরে নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামের মোছাঃ শরিফা (৪৫) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই গ্রামের মোঃ মেহেদী হাসান টগর (৩৫) বিরুদ্ধে। রবিবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে নশরতুল্যা বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মোছাঃ শরিফা মোঃ রাশেদ খামারুরের স্ত্রী। স্থানীয়রা শরিফাকে উদ্ধার করে মান্দা […]