গাইবান্ধায় ফাহিম নামে একজন স্বেচ্ছাসেবক একটি পুরো গ্রাম কোয়ারেন্টাইন এ পরিনত করেছে
শাওন অরন্য,বিশেষ প্রতিবেদক: ফাহিম নামে একজন স্বেচ্ছাসেবক গাইবান্ধায় নিজ গ্রামের কোয়ারেন্টাইন নিশ্চিত করছে। সঙ্গে সঙ্গে নিশ্চিত করেছে মানুষের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা।

স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে গাইবান্ধার নিজ গ্রামের ঢোকা বের হবার মাত্র দুইটি রাস্তা খোলা রেখেছে। দিন রাত পাহারা দিচ্ছে, গ্রামের বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না। যারা বাইরে থেকে এসে গ্রামে ঢুকছে, তাদের

চেকপোষ্টে জীবাণুনাশক পানি স্প্রে করছে এবং ভালভাবে হাত ধোয়া নিশ্চিত করে ঢুকতে দিচ্ছে। গ্রামের সকল রাস্তা জীবাণুনাশক স্প্রে করে জীবাণুমুক্ত করছে। সচেতনতামূলক প্রচারনা করছে, নানা জায়গায় পোষ্টার এর মাধ্যমে সচেতন করছে এলাকার জনগনকে। মসজিদকে জীবাণুমুক্ত করছে। মানুষের মন থেকে ভয় দূর করার জন্য করোনা ভাইরাস প্রতিরোধে কি করণীয় তা নিয়ে বিভিন্ন সচেতনতা মুলক পোষ্টার লাগাচ্ছে গ্রামের নানা প্রান্তে। মানুষকে ঘরে থাকা নিশ্চিত করার চেষ্টা করছে। আয়বঞ্চিত মানুষকে পেটের তাগিদে যাতে ঘর থেকে বের হতে না হয় সেজন্য নিত্য প্রয়োজনীয় খাবার, সাবান ও ওষুধ ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য চেষ্টা করছে।
