গণভবনে অপেক্ষা শেষ, এবার চূড়ান্ত সিদ্ধান্ত

Share the post

চট্টগ্রাম: শেষ পর্যন্ত কে পাচ্ছেন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন? এমন প্রশ্নের বিস্তৃতি ফুটপাতের টং দোকান থেকে শুরু করে খোদ গণভবন পর্যন্ত। আর সেই গণভবনেই এখন অপেক্ষারত মনোনয়নের টিকিট প্রত্যাশীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইতোমধ্যেই গণভবনে অবস্থানরত মনোনয়ন প্রত্যাশীদের অবস্থান ও অপেক্ষারত ছবিতে ভরপুর। তেমনই এক ছবিতে দেখা যায় মেয়র পদে মনোনয়নের প্রত্যাশায় অপেক্ষা করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদুল আলম সুজন ও সিনিয়র ‍যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

হেভিওয়েট প্রার্থী বর্তমান মেয়র ও দলের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের চেয়ে তাদের প্রত্যাশাও কম নয়। এমনটাই ধারণা খোরশেদুল আলম সুজন ও রেজাউল করিম চৌধুরীর অনুসারীদের।

এদিকে আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্রে জানা যায়, অনেকে মনোনয়ন চাইলেও শেষ পর্যন্ত দুটি নামই তাদের পরিকল্পনায় রয়েছে। একজন বর্তমান মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও অর্থ সম্পাদক, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। আভাস পাওয়া যাচ্ছে, এই দুজনের মধ্যে একজনই পেতে যাচ্ছেন মেয়র নির্বাচনের টিকিট।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের নীতি নির্ধারকদের একটি বড় অংশ চান, আ জ ম নাছিরকে আরেকবার সুযোগ দেওয়া হোক। গত মেয়াদে দায়িত্ব পালনের সময় ভুল ত্রুটিগুলো সংশোধন করে আগামী মেয়াদে যেন তার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে পারেন, সেই সুযোগটা তাকে দেওয়া উচিত। তাদের যুক্তি, আ জ ম নাছিরকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দিলে চট্টগ্রাম আওয়ামী লীগের মধ্যে আরো কোন্দল বাড়বে, নেতাকর্মীরা আরো দ্বিধাবিভক্ত হয়ে পড়বে। যার প্রভাব নির্বাচনে প্রভাব পড়বে।

আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একটি সূত্র বলছে, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাকে মেয়র হিসেবে পছন্দ করেছেন, সেটিই মূল বিষয়। গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও নিজস্ব সূত্র থেকে সংগৃহীত তথ্যের উপর মেয়র প্রার্থী চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]