খুলনা ডিবি পুলিশের অভিযানে রূপসা থানা এলাকা হতে গাঁজা সহ গ্রেফতার ০১
জাহাঙ্গীর আলম (মুকুল) খুলনা প্রতিনিধি: খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন এবং সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ২৪ই অক্টোবর শনিবার রাত সাড়ে এগারোটার সময গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন সেনেরবাজার পুরাতন বাসষ্ট্যান্ডে থেকে মোঃ আলম শেখ (৪০), পিতা- মোঃ শামসু মিস্ত্রী, মাতা-আমেনা বেগম, সাং- ০৫ নং মাছ ঘাট গ্রীন ল্যান্ড আবাসন মামুর আস্তানার পার্শ্বে, থানা-খুলনা সদর, বর্তমান সাং-রাজবাধ, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা তার হেফাজতে থাকা ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাজা সহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে ইতিপূর্বে ৪/৫ টি মামলা আছে। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।