খুলনায় খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নেতার ইন্তেকাল।
জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটার খুলনা: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগীয় তত্বাবধায়ক খুলনা নগরের কাদের খান রোডের বাসিন্দা আলহাজ্ব মাও:এ কে এম আইয়ুব আলী ( ৬৫) ৯ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওনািল্লাহে রাজেউন) খেলাফত মজলিস নেতা হাফেজ ওয়াহিদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আলহাজ্ব মাও:এ কে এম আইয়ুব আলীর মৃত্যুকালে তিনি (১) স্ত্রী (৪)ছেলে দলীয় নেতাকর্মী সহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান। কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এজি এম পদে কর্ম সম্পাদন করেছেন। খুলনা নগরের কাদের খান রোডের বাসিন্দা মাও: আইয়ুব আলী সাহেব রাজনৈনিক ভাবে খেলাফত মজলিসের রাজনিতীর সাথে সম্পৃক্ত থেকে সর্বশেষ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ত্বে ছিলেন। পারিবারিক সুত্রে জানা যায় বাদ এশা খুলনা মহানগরীর মসজিদে কোবায় জানাজা নামাজ শেষে বসুপাড়া কবরস্হানে দাফন সম্পন্ন করা হবে।