কোস্ট ট্রাস্ট কতৃক পরিচালিত জালিয়াপালং মাল্টিপারপাস সেন্টারে স্থানীয় ইমামদের নিয়ে বৈঠক।
মোঃসোহেল রানা(উখিয়া প্রতিনিধি): কোস্ট ট্রাস্ট কতৃক পরিচালিত জালিয়াপালং মাল্টিপারপাস সেন্টারে স্থানীয় মজিদের ইমামদের নিয়ে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সোনারপাড়া আহমদিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জনাব রাহামত উল্লাহ সাহেব,আরো উপস্থিত ছিলেন ডেইলপাড়া হাফেজ খানার হাফেজ জনাব আবদুল আজিজ ও উক্তর নিদানিয়া বাদামতলী কেন্দ্রীয় মসজিদের ইমাম মোঃ শাহাজান। এবং সোনারপাড়া আহমদিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা রাহামত উল্লাহ বলেন জালিয়াপালং ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে বেকার ছেলের মেয়েদের বেকারত্ব দুর করণ সচেতনতা তৈরি করা জন্য কোস্ট ট্রাস্ট কে ধন্যবাদ জানান। এবং নভেল করোনা ভাইরাস সংক্রামিত থেকে রক্ষার জন্য স্থানীয় মানুষদের পাশে থাকার জন্য কোস্ট ট্রাস্ট কে অনুরোধ করেন। এবং এইসময় বৈঠকে উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্ট জালিয়াপালং মাল্টিপারপাস সেন্টারে সুপারভাইজার ইন্জিনিয়ারিং জনাব সাইফুল ইসলাম। ইন্জিনিয়ারিং সাইফুল ইসলাম বলেন সমাজ কে বাল্য বিবাহ, মাদক মুক্ত করতে হলে স্থানীয় মসজিদের ইমামদের ভুমিকা রাখতে হবে।