কৃষকের ধান কেটে দিলো জেলা যুবলীগ
আল হাবিব,সুনামগঞ্জ: সুনামগঞ্জের করচার হাওরে স্থানীয় কৃষক স্মৃতি রঞ্জন দাস’র এক কেদার পাকা জমির ধান কেটে দিয়েছেন জেলা যুবলীগের শতাধিক নেতাকর্মী। সোমবার দুপুরে জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল’র নেতৃত্বে জেলা যুবলীগ করচার হাওরে গিয়ে এই কৃষকের ধান কেটে দেন। এ সময় উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ,পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু,জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন,জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,গৌরারং ইউপি আওয়ামী লীগের সভাপতি স্মৃতি রঞ্জন দাস স্মৃতি,সাধারণ সম্পাদক হোসেন আলী,জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে,জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয় প্রমুখ।
এ সময় সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, এবার হাওরে কোন ধান কাটা শ্রমিকের সংকট নেই।১১ উপজেলায় যেখানেই কৃষক ধান কাটা নিয়ে বিপদে পরবে সেখানেই জেলা যুবলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের গোলায় তুলে দেবে ।