কীটনাশক ছিটালেন ছাত্রলীগ নেতা রিয়াদ.
চট্টগ্রাম প্রতিনিধি: বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম রিয়াদের উদ্যোগে চট্টগ্রাম নগরীতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে নগরীর দেওয়ানহাট, চৌমুহনী মোড় এবং বিভিন্ন স্থানে এ স্প্রে ছিটান ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাইফুল আলম হৃদয়, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সোহাগ দত্ত, মাজেদ, পাবেল, ফরহাদ,আকিব সহ নেতৃবৃন্দ ।