কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলিমুর রাজী টিটু সাহেবের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ
ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি ): বর্তমান করোনা ভাইরাসের কারণে লক ডাউন হয়ে আছে প্রিয় মাতৃভূমি সন্দ্বীপ । যার কারণে কষ্টকর হয়ে পড়ছে মধ্যবিও পরিবার যাদের পাশে দাড়ানো বা সহযোগীতা করার কেউ নেই ঠিক সেই সময়ে কালাপানিয়া মধ্যবিও পরিবারের পাশে দাড়ান কালাপানিয়ার চেয়ারম্যান জ্বনাব আলীমুর রাজি টিটু , কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জ্বনাব শরফুল আজাদ শিবলু ও জ্বনাব শিমুল চৌধুরী। কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্বনাব আলীমুর রাজি টিটু সাহেবের নেতৃত্বে ও শরফুল আজাদ শিবলু ও শিমুল চৌধুরীর প্রচেষ্টায় গঠন করা হয় এই খাদ্য সামগ্রী বিতরনের ফান্ড । তাদের উদ্যোগে কালাপানিয়া ইউনিয়নের ২০০ মধ্যবিও পরিবার কে তারা খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন। খাদ্য সামগ্রী বিতরনে ছিল ১/ চাল ২০ কেজি ২/আলু ৫ কেজি ৩/ পিয়াজ ১ কেজি ৪/ ঢাল ১ কেজি ৫/ তৈলি ১ লিটার ৬/ডেটল সাবান ১ পিচ ধন্যবাদ কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জ্বনাব আলীমুর রাজি টিটু ,কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জ্বনাব শরফুল আজাদ শিবলু ও জ্বনাব শিমুল চৌধুরীকে তাদের সুন্দর ও নিরাপদ উদ্যোগের জন্য এবং এই ভয়াবহ ভাইরাসের মধ্যে মানবতার কাজ করে কালাপানিয়া ২০০ মধ্যবিও পরিবার কে খাদ্য সামগ্রী উপহার দেওয়ার জন্য।