কল্যাণপুরে পোড়া বস্তিতে আবারও আগুন
রাজধানীর কল্যাণপুরের নতুনবাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ মার্চ) রাত ৮টা ৪৯মিনিটে বস্তিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অপারেটর আল ফারুক , রোববার রাত ৮টা ৪৯মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট।
এর আগেও এই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ২০২০ সালের ৩১ অক্টোবর রাত ১০টার দিকে নতুনবাজার বস্তি এলাকায় ভাঙারি ও আসবাবের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে বেশ কয়েকটি দোকানের পাশাপাশি পাশের টিনশেড বসত ঘরও পুড়ে যায়। ও আগুনে দগ্ধ হয় দুইজন।