করোনা ভাইরাস নিয়ে সচেতনতা নিয়ে ব্যস্ত চট্টগ্রামের একদল তরুণ তরুণী।
কায়সার আহমদ ( চট্টগ্রাম): ফাউন্ডেশন এর নাম ১০ টাকায় স্বপ্ন যাত্রা। নিজের হাতে গড়ে তোলা সংগঠনে মাহদী শিশির উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিনামূল্যে হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক, লিফলেট, পোস্টার। এসবের মাধ্যমে বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে সচেতনতা আনতেই তাঁর এই উদ্যোগ। নগরীর বহদ্দারহাট, চকবাজার, জিইসি, চকবাজার, একে খান, আগ্রাবাদ এলাকায়। তাঁর এই মানবতার সেবায় ছিল একদল মানবতায় নিবেদিত প্রাণ। তাঁরা এই গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বিনামূল্যে সচেতনতার কাজ করে গিয়েছে বিশ মার্চ শুক্রবার সারাদিন ব্যাপী। বেঁচে থাকুক মানবতা। বেঁচে থাকুক এই মানবতার পাশে দাঁড়ানো তরুণ-তরুণী গুলো।
