করোনা: চট্টগ্রামে হোটেল, ক্লাব, কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান বন্ধ
চট্টগ্রাম : এবার করোনাভাইরাসের কারণে চট্টগ্রামের হোটেল, ক্লাব, কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
এ তথ্য নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে হোটেল, ক্লাব ও বিভিন্ন কমিউনিটি সেন্টারের মালিকদের প্রতি সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।