‘কথা বললেই চলবে’ রুয়েট উদ্ভাবিত হুইলচেয়ার
অভিনব পদ্ধতির হুইল চেয়ার উদ্ভাবন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গবেষক দল। যেটি চলবে মুখের কথাতেই। অর্থাৎ ভয়েস কমান্ডেই নিয়ন্ত্রণ করা যাবে হুইলচেয়ার। এমনকি প্রয়োজন বুঝে রুপান্তর করা যাবে মেডিকেল বেডেও।
আর এমন অভিনব উদ্ভাবনকে দেশের প্রথম স্মার্ট হুইলচেয়ার দাবি করেছেন রুয়েটের গবেষকরা। এ বছরের মার্চেই শেষ হয়েছে রুয়েট গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত স্মার্ট হুইলচেয়ার প্রকল্পের কাজ। যার কর্মযজ্ঞ শুরু হয়েছিল গত বছরের আগষ্ট মাসে। আর প্রকল্পে অর্থায়ন করেছে বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশন ও রুয়েট।
সম্প্রতি এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক ও রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাসুদ রানা। এছাড়া গবেষণায় ছিলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এমএসসি শিক্ষার্থী সাদমান মাহমুদ খান এবং ম্যাকাট্রোনিকস বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী ওয়াসিফ আহমেদ।
গবেষক দলের প্রধান ড. মাসুদ জানান, মাত্র ৪০ হাজার টাকায় বাজারজাত করা সম্ভব দেশের প্রথম উদ্ভাবিত স্মার্ট হুইলচেয়ারটি। ফলে তা থাকবে অনেকের ক্রয় ক্ষমতার মধ্যে। আর ভয়েস কন্ট্রোল হওয়ায় প্যারালাইজড ব্যক্তিরাও সহজেই ব্যবহার করতে পারবেন। এছাড়াও থাকছে ইমার্জেন্সি মেডিকেল বেডে রুপান্তর করার সুযোগ।
তিনি আরও জানান, তার টিম চেষ্টা করছেন ইইজি প্রযুক্তি ব্যবহার করে ব্রেইন ওয়েভ চেয়ারটিকে নিয়ন্ত্রিত করতে। ফলে সেটি সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে মস্তিস্কের সাহায্যে। আর ব্যবহারে হবে আরও সহজ। ইতোমধ্যে চেয়ারটির পেটেন্টের জন্য আবেদন করা হয়েছে বলেও জানান ড. মাসুদ।