কটিয়াদিতে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতকঃ নিহতের স্বজনদের দাবী হত্যা

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে স্মৃতি আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুন) সকালে কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্মৃতি আক্তার ওই এলাকার বাচ্চু আকন্দের মেয়ে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, এক বছর আগে স্মৃতি আক্তারের সঙ্গে আনোয়ার হোসেনের বিয়ে হয়। এরপর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন আনোয়ার। বিয়ের পর থেকে প্রায়ই স্মৃতিকে মারধর করতেন আনোয়ার। গত দুইদিন আগে স্মৃতিকে নিজের বাড়িতে নিয়ে যান আনোয়ার হোসেন। সেখানে গিয়ে আনোয়ার বিবাহিত বলে জানতে পারেন স্মৃতি। এ নিয়ে প্রতিবাদ করলে শ্বশুর বাড়ির লোকজন স্মৃতিতে মারধর করেন। পরে শনিবার (১২ জুন) বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন আনোয়ার। পরদিন রোববার (১৩ জুন) ভোরে ঘরের ফ্যানে ঝুলন্ত অবস্থায় স্মৃতির মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।
স্মৃতির দাদি ফাতেমা বেগম বলেন, গভীর রাতে আনোয়ার স্মৃতিকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় তার শিশুকন্যা ঝুমু চিৎকার করলেও অন্য কেউ না থাকায় বিষয়টি কেউ জানতে পারেননি।

কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের মা তাসলিমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সিলেটের বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালিন সবজি

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেটের বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকারিন সবজি। এখনও শীত আসেনি তবে বাজারে চলে এসেছে শিম, ফুলকপি, পাতাকপি, মূলাসহ প্রায় সবধরনের শীতের সবজি। এদিকে নতুন সবজির প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ থাকলেও আকাশছোঁয়া দামের ফলে ধারে-কাছেও যেতে পারছে না মধ্য-নিম্নবিত্ত  শ্রেণির মানুষ। বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজি শিমের দাম দোকানভেদে চাওয়া […]

চকরিয়ায় বেপরোয়া বালু খেকো যুবলীগ ক্যাডার বকুল: মানববন্ধনেও থামছেনা বালু লুট

Share the post

Share the postইকরামুল হক,স্টাফ রিপোর্টার : বেপরোয়া বালু উত্তোলনের কারনে নদী ভাঙ্গনের কবলে পড়েছে বাঘগুজারা ব্রীজ সহ আসপাশের বসতবাড়ি। ভাঙ্গন থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে ধরনা দিয়েও কোন সুরাহা না পেয়ে ভাঙ্গন এলাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। তারপরো অব্যাহত রয়েছে বালু উত্তোলন। সরেজমিনে এলাকাবাসী জানায়,মাতামুহুরী নদীর চকরিয়ার কোনাখালী বাঘগুজরা ব্রীজের উপরে-নীচে রয়েছে যুবলীগ ক্যাডার বকুল […]