এ এস এম লজিস্টিক ও ডিএমএ সাইট্রেফিক এর যৌথ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কীটনাশক ছিটানো ও প্রেস কন্ট্রোল
চট্টগ্রাম প্রতিনিধিঃ এ এস এম লজিস্টিক ও ডিএমএ সাইট্রেফিক এর যৌথ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কীটনাশক ছিটানো ও প্রেস কন্ট্রোল করা হয়।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার সি ডি এ আবাসিক একালা হতে আজকে থেকে এই কাজের সূচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন নিউজ চ্যানেল২১ এর সম্পাদক ইন্জিনিয়ার মশিউর রহমান, রেনু এন্টারপ্রাইজ এর মালিক মোঃ শাহাদাত হোসেন রিপন এবং এ এস এম এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় এ এস এম এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ইসলাম মন্জু জানায় যে, সে এবং তার টিম বেশ কয়েকদিন ধরে সকল নিম্নশ্রেণী মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করছেন এবং আজকে থেকে ওনাদের দ্বিতীয় কাজ শুরু হলো। তাদের উদ্দেশ্য চট্টগ্রাম প্রায় সকল এলাকায়, যেখানে

করোনা ভাইরাস থাকার সম্ভবনা থাকতে পারে,সেই সব এলাকায় কীটনাশক ছিটানো। তাদের এই কাজ চলবে আগামী ২/৩ দিন। এছাড়া এ এস এম এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ইসলাম মন্জু জানায় যে, কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই,নিজের ব্যক্তিগত উদ্যাগে এ কাজ করছেন। তার মতো সকল বিত্তশালী মানুষদের এই করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসতে বলেন।
