এমবাপে-বেনজেমাকে হারিয়ে সেরা মেসি

Share the post

এমবাপে ও বেনজেমাকে হারিয়ে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতলেন লিওনেল মেসি। ক্যারিয়ারে সপ্তমবার বেস্ট ট্রফি উঠলো আর্জেন্টাইন মহাতারকার হাতে। সেরা গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার এমি মার্তিনেজ। কোচের পুরস্কারও গেছে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির হাতে।

ফ্রান্সের প্যারিসে জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট মেনস প্লেয়ার জানার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘটান সেই অপেক্ষার অবসান।

আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দেওয়া লিওনেল মেসির হাতেই উঠলো বেস্ট পুরস্কার। ২০১৬ সালে নতুন নামে এই পদক চালু হওয়ার পর দ্বিতীয়বার বর্ষসেরা হলেন এলএমটেন। এর আগে আরও পাঁচবার এই স্বীকৃতি মিলেছে আর্জেন্টাইন মহাতারকার।

সেরা হওয়ার দৌড়ে ছিলেন কাতারে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সের কিলিয়ান এমবাপেও। রিয়াল মাদ্রিদের হয়ে লিগ ও চ্যাম্পিয়ন লিগ জেতা কারিম বেনজেমা। তাদের চেয়ে বেশি ভোটে এগিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন লিওনেল মেসির।

লিওনেল মেসির ভাষ্যে, দুর্দান্ত একটি বছর কাটিয়েছি, এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। সতীর্থদের ছাড়া এখানে থাকতে পারতাম না আমি। দীর্ঘদিন ধরে যে স্বপ্নটি দেখেছি, সেটা অবশেষে পূরণ করতে পেরেছি। নিজেকে ভাগ্যবান মনে করছি।

প্যারিসের সালের প্লেইল কনসার্ট হলে শুরুতেই ফুটবল সম্রাট পেলেকে স্মরণ করেন ফিফা প্রেসিডেন্ট। ব্রাজিলিয়ান কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে তার স্ত্রী মার্সিয়ার হাতে বিশেষ সম্মাননা তুলে দেন আরেক কিংবদন্তি রোনালদো।

একে একে দেওয়া হয় বর্ষসেরা গোলকিপারের পুরস্কার। থিবো কোর্তোয়া ও ইয়াসিন বোনোকে পেছনে ফেলে তা জিতলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ।

সেরা কোচের পুরস্কারও বিশ্বচ্যাম্পিয়নদের দখলে রয়েছে। কার্লো আনচেলত্তি ও গার্দিওলাকে টপকে প্রথমবার এই পুরস্কার পেলেন লিওনেল স্কালোনি। বর্ষসেরা মহিলা কোচ হন ইংল্যান্ডকে ইউরো জেতানো সারিনা উইগম্যান।

টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের স্বীকৃতি পেলেন স্পেনের আলেক্সিয়া পুতেয়াস।

বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড জেতেন মার্সিন ওলেক্সি। এই প্রথম পেশাদার ফুটবলারের বাইরে অ্যাম্পিউট কোনো ফুটবলারের হাতে উঠলো এই পুরস্কার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]