এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল ভারত

Share the post

ক্রিকেট : স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারল সফরকারী ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একই প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল কিউইরা।

শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ২২ রানে হারিয়েছে ভারতকে। প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে ম্যাচ জিতেছিল কিউইরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। পাশাপাশি ছয় বছর পর ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল কিউইরা।

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের দেয়া ২৭৪ রান তাড়া করতে নেমে ৪৮.৩ ভারে ২৫১ রান করে অলআউট হয়ে যায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন শ্রেয়াস আয়ার। ৪৫ রান করেন সাইনি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে বেনেট ২টি, টিম সাউদি ২টি, জেমিসন ২টি, গ্র্যান্ডহোম ২টি ও নিশাম ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৩ রান করে নিউজিল্যান্ড। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার গাপটিল। দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন রস টেইলর।

ভারতীয় বোলারদের মধ্যে চাহাল ৩টি, শারদুল ঠাকুর ২টি ও জাদেজা ১টি করে উইকেট শিকার করেন। ব্যাট হাতে ২৫ রান করে অপরাজিত থাকার পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নিউজিল্যান্ডের কাইল জেমিসন। আগামী ১১ ফেব্রুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, সর্বোচ্চ বেতন তাসকিনের

Share the post

Share the post ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ বেতন মাসিক দশ লাখ টাকা পাবেন তাসকিন আহমেদ। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাকে আর চুক্তিতে রাখছে না বিসিবি। […]

দুবাইকে হোম ভেন্যু বানিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

Share the post

Share the post চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে হয়েছে পিসিবিকে। যেখানে ভারতের জন্য ভেন্যু নির্ধারণ করা হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এই ভেন্যুকেই ঘরের মাঠ বানিয়েছে ভারত। টানা পাঁচ ম্যাচ একই মাঠে খেলার সুযোগ পেয়েছে তারা, যে সুবিধা পায়নি আয়োজক পাকিস্তানও।     […]