একদিনেই পেঁয়াজের দাম মণে কমল ১০০ টাকা

Share the post

এক দিনের ব্যবধানে নাটোরে প্রতিমণ পেঁয়াজ দামে কমেছে ৫০ থেকে ১০০ টাকা। বীজের পেঁয়াজ ওঠার আগ মুহূর্তে দাম কমায় ব্যবসায়ীদের ষড়যন্ত্র বলে দাবি কৃষকদের। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি অতিরিক্ত সরবরাহ হওয়ায় দাম কমেছে। রোজায় নতুন পেঁয়াজের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন আড়তদাররা।

নাটোর জেলার বৃহত্তম পেঁয়াজের হাটে আজ শনিবার (০৬ মার্চ) সকাল থেকে বিপুল পরিমাণ কন্দ পেঁয়াজ সরবরাহ হয়। শুক্রবারও জেলার বিভিন্ন পাইকারী হাট বাজারে প্রতিমণ পেঁয়াজ ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয়। তবে শনিবার সকালে নলডাঙ্গা হাটে মণে ৫০ থেকে ১০০ টাকা কমে যায়।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে নাটোর জেলায় চারা জাতের পেঁয়াজ ওঠা শুরু হবে। তার আগে ব্যবসায়ীদের কারসাজিতে পেঁয়াজের দাম কমছে বলে অভিযোগ কৃষকদের। এ বছর বীজ ও চারার দাম বেশি থাকলেও উৎপাদন ভালো হয়েছে। তাই এবার চারা জাতের পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রতিমণ পেঁয়াজের দাম কমপক্ষে ১ হাজার টাকা চান কৃষকরা।

কৃষকরা জানান, গতকাল থেকে আজকে প্রতি মণে ১০০ টাকা কম। এটা ব্যবসায়ীদের ষড়যন্ত্র। যাতে কৃষক নায্যমূল্য না পায়।

নলডাঙ্গায় প্রতিহাটে ২ থেকে আড়াই হাজার মণ পেঁয়াজ সরবরাহ হলেও শনিবার সরবরাহ হয়েছে সাড়ে ৩ হাজার মণ পেঁয়াজ। অতিরিক্ত সরবরাহ হওয়ায় দাম কমলেও সামনে রোজা থাকায় পেঁয়াজের দাম বাড়বে বলে জানিয়েছেন আড়তদাররা।

শরীফুর ইসলাম নামে এক আড়তদার জানান, হাটে অতিরিক্ত পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। এজন্য দাম কমে গেছে। তবে, সামনে রোজায় থাকায় পেঁয়াজের দাম বাড়বে।

চলতি বছর নাটোরে পেঁয়াজ আবাদ হয়েছে ৪ হাজার ৮০১ হেক্টর জমিতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]