উজানী ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের ঈদ হাদিয়া বিতরণ
আহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি : কচুয়া উপজেলার উজানী ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে নিন্ম আয়ের মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উজানী ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সভাপতি মুফতি আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি তানযিল হাসানের পরিচালনায় সংগঠনের কার্যালয়ে প্রায় অর্ধশত পরিবারের মাঝে জনপ্রতি, দুই রকমের বনফুল ও লাচ্ছি সেমাই,১ কেজি চিনি, ১ কেজি পোলাওর চাল,বাদাম, কিসমিস, দুধ,সাবান, টিস্যু পেপার বিতরণ করা হয়। যার বাজার মূল্য ৮শত টাকা।
ঈদ হাদিয়া বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, মাওলানা লোকমান হোসাইন, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন ,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উজানী ক্বারী ইব্রাহীম রহ. সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি জনাব আবুল কাশেম প্রধান, সাধারণ সম্পাদক জনাব মাসুম বিল্লাহ, কাজী শোয়াইব আবেদীন, ইয়ামিন খাঁন, উজানী ফকির বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমির হামজা, উজানী হুফ্ফাজুল কোরআন একাডেমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আহমদ উল্লাহ, উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগারের উপদেষ্টা জনাব ফয়জুল্লাহ ও জনাব আবু তাহের ফকির, এবং মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা ফজলে এলাহী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা এনায়েতুল্লাহ শেখ, মুহাম্মদ নাঈম, মোহাম্মদ তামিম, মুহাম্মদ এরশাদুল্লাহ ফকির প্রমুখ।