উখিয়া প্রেসক্লাবের নতুন সম্প্রসারিত ভবন (বর্ধিত কক্ষ) শুভ_উদ্ধোধন।
সোহেল রানা,উখিয়া প্রতিনিধি: আজ ৩ সেপ্টেম্বর ২০২০ইং,রোজঃ বৃহস্পতিবার উখিয়া প্রেস ক্লাবের সম্প্রসারিত নতুন ভবন ও (বর্ধিত কক্ষ) শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নিকারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথিঃ উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের মান্যবর চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, জনাব মারিন ডিন কাইডুম চাই, হেড অব অপারেশন,ইউ এন এইচ সি আর, কক্সবাজার। জাহাঙ্গীর আলম, সহকারি পরিদর্শক, কোস্টট্রাস্ট। শাহ আলম, হেড অবদ্যা টেকনিক্যাল, ব্র্যাক কক্সবাজার। শাহানা হায়াত, হেড অবদ্যা অপারেশন ব্র্যাক কক্সবাজার। সুব্রত কুমার চক্রবর্তী,লাভলী হেড অফিসার ইউ এন এইচ সি আর,কক্সবাজার। জনাব গোলাম সরোওয়ার মুর্শেদ, ডেপুটি জেনারেল, ডিজিএম,উখিয়া। স্বাগত বক্তব্য রাখেন, জনাব আমিনুল হক বাবুল, জনাব রফিক উদ্দিন বাবুল, প্রতিষ্টাতা সভাপতি, উখিয়া প্রেস ক্লাব। সভাপতিত্ব করেছেনঃ সরোয়ার আলম শাহীন, সভাপতি, উখিয়া প্রেস ক্লাব। সঞ্চালনায়ঃ কামরুদ্দির উদ্দিন মুকুল। এবং উপস্থিত ছিলেন অত্র প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন সংবাদকর্মীরা।