উখিয়া উপজেলা আওয়ামীলীগে দুই গ্রুপে বিভক্ত।

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি: উপজেলা কমিটি বহাল থাকার পরও স্বঘোষিত আহবায়ক কমিটির কার্যক্রম নিয়ে দুই গ্রুপে মুখোমুখি অবস্থান করছে কক্সবাজারের উখিয়া আওয়ামীলীগ। নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বিদ্যমান গ্রুপগুলোর মধ্যে যে কোন সময় অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হওয়ার আশংকা করছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল হক আমিন বলেন, যারা আজ দলের ভিতর কোন্দল সৃষ্টির ষড়যন্ত্রের মত্ত তারা অতীতে দলীয় কোন প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশ না নিয়ে বিরোধিতা করেছে। উখিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ বলেন, সুশৃঙ্খল উখিয়া আওয়ামী লীগের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছে। আমরা এ ধরনের সংগঠন বিরোধী নেতা কর্মীদের সাথে নেই। উখিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী বাবুল বলেন, সম্প্রতি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম নিজকে উখিয়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক দাবী করছে। তার এধরনের গঠনতন্ত্র বিরোধী তৎপরতায় এখানে নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উখিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, উখিয়া আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সহযোগী সংগঠন গুলো সুশৃংখলভাবে চলছে। আওয়ামী লীগে ষড়যন্ত্রকারীরা দলকে জনবিচ্ছিন্ন করতে চাইছে। উখিয়া ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন বলেন, উখিয়া আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী কিন্তু দল,কর্মী, অংগ ও সহযোগী সংগঠন বান্ধব। তাঁর নিকট সকলে নিরাপদ ও সুরক্ষিত। বর্তমান সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে হয়ত এ কারণে ব্যক্তিগতভাবে কেউ কেউ পছন্দ করেন না। তবে যারা ষড়যন্ত্র করছেন তারা জনবিচ্ছিন্ন। উখিয়া আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন,সম্প্রতি কক্সবাজার জেলা আওয়ামী লীগের কয়েকজনকে দিয়ে উখিয়ায় কথিত একটি আহবায়ক কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ভরতা দেখা যায়। যা সম্পূর্ণ গঠনতন্ত্রের বিধি বিধান পরিপন্থি। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত উখিয়া আওয়ামী লীগের এক জরুরি বর্ধিত সভায় নেতা কর্মীদের মাঝে এ তথাকথিত আহবায়ক কমিটি নিয়ে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তিনি বলেন, এ ব্যাপারে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানিয়েছেন জেলা আওয়ামী লীগ এধরনের কোন কমিটির সিদ্ধান্ত দেয়নি ও এ ব্যাপারে তারা অবগত নন বলে জানিয়েছেন। তিনি বলেন,উক্ত কথিত আহবায়ক কমিটি সম্পর্কে সিদ্ধান্ত নিতে আগামী ৭ সেপ্টেম্বর উখিয়া আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা আহবান করে নেতা কর্মীদের মাঝে সৃষ্ট উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হচ্ছে। তবে উখিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী কোন কর্মকান্ড চালাতে দেয়া হবে না বলে অধক্ষ হামিদুল হক চৌধুরী জানান। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আমিনুল হক আমিন চেয়ারম্যান, আকবর আহমদ চৌধুরী, নজির আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা লীগ সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, এম এ মঞ্জুর, আছহাব উদ্দিন মেম্বার, সালাহ উদ্দিন মেম্বার, যুবলীগ সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ছাত্রলীগ সভাপতি মকবুল হোসেন মিথুন, তাঁতীলীগ সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চকরিয়া কাকারা বনকর্মীদের উপর হামলা

Share the post

Share the postফয়সাল আলম সাগর: চকরিয়ার কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের গাছ দিনে-দুপুরে কেটে উজাড় প্রতিযোগিতার মূখে বনকর্মী কর্তৃক বাঁধা প্রদানে ক্ষিপ্ত হয়ে স্হানীয় এনাম মেম্বারের ছেলে ও ভাইয়ের নেতৃত্বে বনদস্যুরা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় ৫জন বনকর্মী আহত হয়েছেন। রবিবার (২ জুন) দুপুরে কাকারা বন বিটের শাহ ওমর নগর এলাকার বনাঞ্চলে এঘটনা ঘটেছে। আহতরা […]

ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সদস্যদের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Share the post

Share the postকক্সবাজার: কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সমস্যদের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯মে) সকাল ১০টায় আলী আকবর ডেইল ইউপি হলঘরে ইউপি সদস্য শামসুল আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পিএইসডি এনজিও সংস্থার মাঠ সমন্বয়ক কামল উদ্দিন, সাংবাদিক কাইছার সিকদার, ইউপি সদস্য সুজন সিকদার, ফরহাদ প্রমুখ